১৪তম এনপিসি স্থায়ী কমিটির নবম সম্মেলন ২৩-২৬ এপ্রিল
2024-04-16 18:13:51

এপ্রিল ১৬: চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির নবম সম্মেলন ২৩ থেকে ২৬ এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে মহাগণভবনে ১৪তম এনপিসির ২৩তম চেয়ারম্যান সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৪তম এনপিসি স্থায়ী কমিটির আসন্ন নবম সম্মেলনে শুল্ক আইন খসড়াসহ বেশ কয়েকটি খসড়া প্রস্তাব বা বিল যাচাই করা হবে। এ ছাড়াও, নবম সম্মেলনের আলোচ্যসূচিতে থাকছে, ২০২৩ সালে পরিবেশ পরিস্থিতি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত কার্যক্রম সংক্রান্ত রাষ্ট্রীয় পরিষদের রিপোর্টসহ বেশ কয়েকটি রিপোর্ট পর্যালোচনা।

১৪তম এনপিসির স্থায়ী কমিটির ২০২৪ সালে বার্ষিক কাজকর্মের প্রধান বিষয়, আইন প্রণয়ন ও তত্ত্বাবধান এবং প্রতিনিধিদের কাজের পরিকল্পনা যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয়েছে ২৩তম চেয়ারম্যান সভায়।

(লিলি/হাশিম/শিশির)