চীন-অস্ট্রেলিয়া বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত
2024-04-16 16:54:35

এপ্রিল ১৬: চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটি ও অস্ট্রেলিয়া-চীন শিল্প ও বাণিজ্য কমিটি গতকাল (সোমবার) সিডনিতে যৌথভাবে চীন-অস্ট্রেলিয়া বাণিজ্যিক আলোচনা সভা আয়োজন করে। এর মাধ্যমে দু’দেশের শিল্প ও বাণিজ্য মহলের মধ্যে যোগাযোগ জোরদার এবং সহযোগিতার সুযোগ সৃষ্টি করা যাবে বলে আশা করা হচ্ছে।

চীন আন্তর্জাতকি বাণিজ্য উন্নয়ন কমিটির প্রধান রেন হং বিন চীনা উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গভর্নর মার্গারেট বেজলি, সিডনিতে চীনা কনস্যুলেট জেনারেলের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ওয়াং ছুন শেংসহ নানা প্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি চীন ও অস্ট্রিলিয়ার ২০০ জনের বেশি অতিথি স্মার্ট কৃষি, শিল্প চেইনের স্থিতিস্থাপকতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

রেন হং বিন বলেন, চলতি বছর চীন-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশিদারিত্বের সম্পক প্রতিষ্ঠার দশম বার্ষিক পালিত হচ্ছে। এ উপলক্ষে চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটি  অস্ট্রেলিয়ার নানা সংস্থার সঙ্গে সহযোগিতা করে দু’দেশের কোম্পানিগুলোর বাস্তব সহযোগিতাকে সমর্থন দিতে এবং দ্বিপক্ষীয় অর্থ-বাণিজ্য সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত করতে চায়। আশা করা যায় দু দেশ খনিসহ ঐতিহ্যবাহি সহযোগিতা সুসংবদ্ধ করার পাশাপাশি সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, বিজ্ঞান  ও প্রযুক্তি উদ্ভাবন এবং স্বাস্থ্যসহ নানা নতুন ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে।

(শিশির/হাশিম/লিলি)