গ্রিসে প্যারিস অলিম্পিকের আগুন সংগ্রহ অনুষ্ঠান
2024-04-16 19:03:09

এপ্রিল ১৬: গ্রিসের স্থানীয় সময় আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১১টায় অলিম্পিক আন্দোলনের জন্মস্থান প্রাচীন অলিম্পিয়ার ধ্বংসাবশেষের স্থানে প্যারিস অলিম্পিকের জন্য আগুন সংগ্রহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পরে টেম্পল অব হেরাতেও আয়োজিত হয় আগুন সংগ্রহ অনুষ্ঠানটি।

টেম্পল অব হেরা খ্রিস্টপূর্ব সপ্তমম শতাব্দীতে নির্মিত এবং এটি প্রাচীন অলিম্পিয়ার প্রাচীনতম মন্দির। প্রাচীন গ্রিক পুরোহিত চরিত্র সুপ্রিম প্রিস্টেসের ভূমিকায় অভিনয় করা একজন অভিনেত্রী, প্যারিস অলিম্পিকের আগুন সফলভাবে সংগ্রহ করার জন্য একটি অবতল আয়না ব্যবহার করেন। তারপর সে আগুন আবার স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে প্যারিস অলিম্পিকের মশাল জ্বালানো হয় এবং গ্রিসজুড়ে ১১ দিনব্যাপী টর্চ রিলে শুরু হয়।

২৬ এপ্রিল অলিম্পিকের আগুন প্যারিস অলিম্পিক সাংগঠনিক কমিটির কাছে হস্তান্তর করা হবে। ২৭ এপ্রিল এটি গ্রিস থেকে যাত্রা করে ৮ মে ফ্রান্সের মার্সেইতে পৌঁছাবে।

গ্রিসের প্রেসিডেন্টট ক্যাটেরিনা সাকরারোপৌলু, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ এবং প্যারিস অলিম্পিক সাংগঠনিক কমিটির চেয়ারম্যান টনি এস্তানগুয়েত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(লিলি/হাশিম/শিশির)