চীন সফরে আসছেন স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী
2024-04-16 14:38:07


এপ্রিল ১৬: আজ (মঙ্গলবার) চীন সফরে আসছেন স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তাঁর এ আনুষ্ঠানিক সফর স্থায়ী হবে ২১ এপ্রিল পর্যন্ত। গতকাল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

মুখপাত্র বলেন, এ সফরের উদ্দেশ্য দু’দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ জোরদার করা, সকল স্তরে ও সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় আদান-প্রদান বাড়ানো, এবং চীন-স্লোভেনিয়া ও চীন-ইউরোপ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা।

লিন চিয়ান আরও বলেন, স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদলও চীনে আসছে। দলটি শাংহাই, শেনচেনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা চীনের অর্থনৈতিক বৃদ্ধি ও উন্মুক্তকরণ প্রক্রিয়াকে অনুভব করতে সক্ষম হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। (রুবি/আলিম)