চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2024-04-16 14:47:17

ফাইল ফটো

এপ্রিল ১৬: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মধ্যে সম্প্রতি একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন সিরিয়ায় ইরানি দূতাবাসের ওপর হামলার তীব্র বিরোধিতা করে। এ হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরান তার পাল্টা জবাব দিয়েছে।

তিনি বলেন, নতুন এ পরিস্থিতি গাজা সংঘাতের প্রতিক্রিয়া। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭২৮ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে এবং তত্ক্ষণিকভাবে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করে, বেসামরিক মানুষকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যদেশ হতে সমর্থন করা এবং ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ বাস্তবায়নের জন্য সময়সূচি ও রোডম্যাপ তৈরি করা।

এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার দেশ ও চীনের অবস্থান অভিন্ন। দু’দেশই সংলাপের মাধ্যমে মতভেদ দূর করতে এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে। সৌদি আরব চীনের সাথে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম/শিশির)