চীনের বাজার সম্ভাবনা নিয়ে আশাবাদী বিদেশি প্রদর্শকরা
2024-04-16 16:34:29

এপ্রিল ১৬: চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা চলছে চীনের হাইনান প্রদেশে। আগেও এ মেলায় অংশ নিয়েছেন এমন প্রদর্শকের পাশাপাশি,  এবারই প্রথমবারের মত মেলায় অংশগ্রহণকারী বন্ধুও রয়েছেন। তারা চীনা বাজারের সম্ভাবনার বিষয়ে খুব আশাবাদী এবং মনে করেন যে, এই মেলার মাধ্যমে চীনের সঙ্গে তাদের দেশ ও কোম্পানির বাণিজ্যিক সহযোগিতা জোরদার হবে।

ফ্রান্স ও সুইজারল্যান্ড টানা ৪ বছর চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় অংশ নিচ্ছে। চীনে দু’দেশের দূতাবাসের কর্মকর্তারা বলেন, চীন এই মেলাসহ ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে উচ্চমানের উন্মুক্তকরণ বাস্তবায়ন করছে। তারা আশা করেন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের সঙ্গে তাদের দেশের বাণিজ্যিক সহযোগিতা গভীরতর হবে।

চীনে ফরাসি দূতাবাসের বাণিজ্যিক ও বিনিয়োগ কাউন্সিলর প্যাসকেল গন্ড্রান্ড বলেন, ফ্রান্স ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর ধরে বাণিজ্যিক ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা অব্যাহতভাবে গভীর ও সম্প্রসারিত হচ্ছে। হাইনান আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা, শাংহাই আন্তর্জাতিক আমদানি মেলা, বেইজিং আন্তর্জাতিক পরিষেবা মেলা, প্রভৃতি মেলার মাধ্যমে দু’দেশের বাণিজ্য সহযোগিতা আরো সম্প্রসারিত হবে।

চীনে সুইস দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ অফিসের পরিচালক জো সরিনা বলেন, আগামী বছর হল সুইজারল্যান্ড ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। ভোগ্যপণ্য মেলা দু’দেশের বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করার পাশাপাশি দু’দেশের বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। চলতি বছর হল দু’দেশের অবাধবাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার দশম বার্ষিকী, যা দু’দেশের কোম্পানিগুলোর একে অন্যের বাজারে প্রবেশের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে।

তাতারস্তান প্রজাতন্ত্র চলতি বছর প্রথমবারের মত আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় অংশ নিচ্ছে। দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান নিকোলায়েভ আর্টার সের্গেভিচ বলেন, হাইনান প্রদেশের উন্নয়নের ধারা অনেক শক্তিশালী, এখানে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য বন্দর, যা খুবই আকর্ষণীয়। ভোগ্যপণ্য মেলার মাধ্যমে চীনের উন্নয়নের গতি-প্রকৃতিও উপলব্ধি করা যায়।

(তুহিনা/হাশিম/শিশির)