ইরানি হামলার ব্যাপারে ইসরায়েলি সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি
2024-04-15 11:25:16

এপ্রিল ১৫: গতকাল (রোববার) ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি সরকার দেশের ওপর ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করেছে, তবে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি যুদ্ধকালীন জরুরি সরকারের সদস্য, বিরোধী দলের জাতীয় ঐক্য পার্টির নেতা গ্যান্টজ রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘সঠিক সময়ে’ ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে তাঁর দেশ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ফোনালাপে নেতানিয়াহুকে বলেছেন, ইরানের ওপর যে-কোনো ধরনের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না এবং ইসরায়েলি পাল্টা হামলার বরং বিরোধিতাই করবে ওয়াশিংটন।

উল্লেখ্য, ১৪ এপ্রিল ভোরবেলায় ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। (সুবর্ণা/আলিম/শিশির)