সাইবার হামলা ও অপবাদ দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-04-15 19:11:46

এপ্রিল ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে হ্যাকার সংস্থা ‘ভোল্ট টাইফুন’কে সমর্থন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিয়েছেন।

তিনি বলেন, ‘ভোল্ট টাইফুন’ হ্যাকার সংস্থাটি আসলে একটি সাইবার ক্রাইম গ্যাং ‘ডার্ক ফোর্স’, যা জাতীয় বা আঞ্চলিক সমর্থন ছাড়াই তাদের কার্যক্রম চালায়। বিভিন্ন লক্ষণ থেকে জানা গেছে, কংগ্রেসের বাজেটের বরাদ্দ এবং সরকারী চুক্তিগুলো পাওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সাইবার নিরাপত্তা সংস্থাগুলো তথাকথিত প্রমাণগুলোকে সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সাইবার আক্রমণে’র এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।

লিন চিয়েন বলেন, ‘আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্র সাইবার হামলার সবচেয় বড় উৎস এবং সাইবারস্পেস নিরাপত্তার সবচে বড় হুমকি। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু লোক সাইবার হামলার বিষয়টিকে চীনকে দমন করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, নেটওয়ার্ক নিরাপত্তার বিষয়গুলোর রাজনীতিকীকরণ করছে এবং চীনের বৈধ অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। অবিলম্বে সাইবার হামলা এবং চীনকে অপবাদ দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।’

(লিলি/হাশিম/শিশির)