মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে চীনের আহ্বান
2024-04-15 11:23:53

এপ্রিল ১৫: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (রোববার) ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে জরুরি সভায় মিলিত হয়। জাতিসংঘে চীনের স্থায়ী অস্থায়ী রাষ্ট্রদূত তাই পিং সভায় দেওয়া ভাষণে মধ্যপ্রাচ্যে বিদ্যমান উদ্বেগজনক পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, গত শনিবারের ঘটনায় চীন উদ্বিগ্ন। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে “জাতিসংঘ সনদ” ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের মতভেদ ও বিরোধ সমাধান করার আহ্বান জানায়।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রে আছে ফিলিস্তিন ইস্যু। গাজার যুদ্ধ অব্যাহত থাকলে, আঞ্চলিক অনিশ্চয়তা তীব্রতর হবে। এ অবস্থায় চীন আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য গঠনমূলক ভুমিকা পালন করার আহ্বান জানায়। (প্রেমা/আলিম/শিশির)