ইসরায়েলে ইরানের হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি সম্মেলন
2024-04-15 19:00:58

এপ্রিল ১৫: ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (রোববার) জরুরি সম্মেলন আয়োজন করে। এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস  সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেন,  মধ্যপ্রাচ্য এখন সার্বিক সংঘাতের ঝুঁকির মুখে রয়েছে। এখন উত্তেজনা প্রশমন ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের সঠিক সময়। তিনি বড় আকারে সামরিক সংঘাতে জড়িয়ে পড়া এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

গুতেরেস বলেন, পরিস্থিতি আরো গুরুতর অবনতি এড়ানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্রিয় যোগাযোগ, গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও আটক ব্যক্তিদের মুক্তির জন্য প্রচেষ্টা চালানো হল আন্তর্জাতিক সম্প্রদায়র অভিন্ন দায়িত্ব। গাজায় সহিংসতা বন্ধ করার পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে উত্তেজনা কমানো ও লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য সবার চেষ্টা করা উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব।

(তুহিনা/হাশিম/শিশির)