চীনা প্রযুক্তি সহযোগিতা এবং সংস্কৃতিতে মুগ্ধ হলেন জার্মান চ্যান্সেলর
2024-04-15 16:56:12

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে চীনে আসা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রোববার ছোংছিং নগরীতে জার্মানি-চীন প্রযুক্তি সহযোগিতা এবং চীনা সাংস্কৃতিক স্থানগুলো দেখে মুগ্ধ হয়েছেন।

তার সফরের প্রথমদিনে শোলজ পরিবেশ, কৃষি ও পরিবহনের ফেডারেল মন্ত্রীদের পাশাপাশি সিমেন্স, বেয়ার, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং জেইসসহ বিখ্যাত জার্মান কম্পানিগুলোর সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে, একটি চীন-জার্মান যৌথ উদ্যোগ এবং একটি চীন-জার্মান সহযোগিতামূলক  জল পর্যবেক্ষণের উপর বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প পরিদর্শন করেন।

কর্মকর্তাদের সঙ্গে শোলজ বাণিজ্যিক রাস্তায় হেঁটেছেন, এবং ছোংছিং শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিখ্যাত সাংস্কৃতিক স্থান পরিদর্শন করেছেন। তিনি শতশত বছর আগে নির্মিত লুয়োহান বৌদ্ধ মন্দির এবং খুইসিং টাওয়ার পরিদর্শন করেন।

শান্তা/মিম