বাংলা বর্ষবরণের উৎসবে যোগ দিলেন চীনা রাষ্ট্রদূত
2024-04-15 16:58:05

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলা নববর্ষের আনন্দমুখর অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন । বাংলাদেশের শিল্পীদের সাস্কৃতিক পরিবেশনাও মুগ্ধ করেছে তাকে।

রোববার পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষ্যে  ঢাকার গুলশান ২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে অনুষ্ঠিত অলিগলি হালখাতা শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন চীনা রাষ্ট্রদূত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলামের আমন্ত্রণে অনুষ্ঠানটিতে সস্ত্রীক যোগ দেন ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে দিনভর শিশুদের জন্য আর্ট ক্যাম্প, আড্ডা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠানের আয়োজন ছিল। চৈত্র সংক্রান্তির রাতেই আল্পনা আঁকা হয়। অনুষ্ঠানে গানপোকা, এলকেজি কোয়ার্টেটসহ কয়েকটি ব্যান্ডের সংগীত পরিবেশন দর্শকদের মুগ্ধ করে। চীনা রাষ্ট্রদূত লোকসংস্কৃতির বিভিন্ন আয়োজন দেখে মুগ্ধ হন,  বাংলার লোকসংগীত উপভোগ করেন এবং উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেংসহ কয়েকজন কর্মকর্তাও যোগ দেন।

শান্তা/মিম