মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেন জাতিসংঘে চীনের দূত
2024-04-15 16:54:35

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রোববার মধ্যপ্রাচ্য পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধি রোধে সব পক্ষকে ‘সর্বোচ্চ শান্তভাব ও সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন চীনা দূত তাই পিং।

জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্স তাই পিং সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরালের মারাত্মক হামলার পরে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে বৈঠকে বলেন চলমান পরিস্থিতি গাজা সংঘাতের সর্বশেষ স্পিলওভার।

শনিবার, ইরান তার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার বেশিরভাগই আটকানো হয়েছে। ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে, যার মধ্যে একটি দেশের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে।

তাই পিং বলেন, "আমরা আরও লক্ষ্য করেছি যে ইরান বলেছে যে তার কূটনৈতিক প্রাঙ্গণে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে তার সামরিক পদক্ষেপ এবং বিষয়টিকে উপসংহারে পরিণত করা যেতে পারে। চীন প্রাসঙ্গিক পক্ষগুলোকে সর্বোচ্চ শান্তভাব ও সংযম অনুশীলন করার জন্য এবং তাদের মতভেদ ও বিরোধসমূহ সমাধান করার আহ্বান জানিয়েছে।

তাই পিং জোর দিয়ে বলেন, চলমান পরিস্থিতি গাজা সংঘাতের সর্বশেষ স্পিলওভার, যা আরেকটি অনুস্মারক হিসাবে কাজ করে যে ফিলিস্তিন প্রশ্নটি মধ্যপ্রাচ্য ইস্যুতে কেন্দ্রীয়ভাবে রয়ে গেছে এবং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গাজা সমস্যার সমাধান দরকার।

তার বক্তব্য শেষ করে, চীনা দূত জোর দিয়ে বলেন,  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৭২৮ বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয় এবং সংঘাত এখনই শেষ হওয়া উচিত। শেষ পর্যন্ত, দ্বি-রাষ্ট্র সমাধানের পূর্ণ বাস্তবায়নের কোনো বিকল্প নেই -- ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দুষ্ট চক্র একবার এবং সবসময়ের জন্য শেষ করার এটাই একমাত্র উপায় বলেও উল্লেখ করেন তাই পিং।

শান্তা/মিম