সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ মঙ্গলবার প্রকাশিত হবে
2024-04-15 17:23:50

এপ্রিল ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ আগামীকাল (মঙ্গলবার) ‘ছিউ শি’ পত্রিকায় অষ্টম পর্বে প্রকাশিত হবে।

‘সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা ও উত্তরাধিকারকে শক্তিশালী করা এবং চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে লালন করা’ শিরোনামে এ প্রবন্ধে ২০১৩ সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সি চিনপিংয়ের গুরুত্বপূর্ণ মন্তব্যের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবন্ধে বলা হয়েছে, চীনা সভ্যতা সুদীর্ঘকালের এবং কখনও থেমে যায়নি। এর ফলে মহান চীনা জাতি গড়ে উঠেছে। সাংস্কৃতিক নিদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্য চীনা সভ্যতার অসামান্য সম্পদ। তা শুধু আমাদের প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও মূল্যবান। প্রথমে সুরক্ষা মেনে চলা, ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, মূল্য অন্বেষণ করা, কার্যকরভাবে ব্যবহার করা এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষকে জীবন্ত করে তোলা এবং সাংস্কৃতিক নিদর্শন সুরক্ষা, ব্যবহার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার সংক্রান্ত পার্টির কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট নিয়ম ও দাবি মনোযোগ দিয়ে বাস্তবায়ন করা উচিত।

নিবন্ধটিতে জোর দিয়ে বলা হয়, বিশ্ব সমৃদ্ধ এবং বর্ণিল সভ্যতা নিয়ে গঠিত এবং চীন বিশ্বের প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতির দেশগুলোর মধ্যে অন্যতম। চীনা সভ্যতা সবসময় বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার প্রশংসা করে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাথে সাংস্কৃতিক বিনিময় জোরদার করা, যৌথভাবে সাংস্কৃতিক সমৃদ্ধি ও উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচার করা, বিশ্ব সভ্যতার উদ্যোগগুলো বাস্তবায়ন করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ এগিয়ে নেওয়ার জন্য গভীর ও দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক শক্তি প্রয়োগ করা প্রয়োজন বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

লিলি/হাশিম/শিশির।