চীনে নবম জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস পালন
2024-04-15 18:59:57

এপ্রিল ১৫: চীনের নবম জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস আজ (সোমবার) পালিত হচ্ছে। আজ বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান কূটনৈতিক কাজের মাধ্যমে চীনের বিশ্ব নিরাপত্তা এগিয়ে নিয়ে যাবার পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘সার্বিক জাতীয় নিরাপত্তা ধারণা’ উত্থাপন করেন এবং তা চীনের কমিউনিস্ট পার্টি ও চীনের মানুষের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার অভিজ্ঞতা ও বুদ্ধির প্রতিফলন।

বর্তমানে বিশ্ব বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং  বিশ্ব অস্থিতিশীল এক সময়পর্বে প্রবেশ করেছে। চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ রক্ষার সাথে সাথে  দ্বিপক্ষীয়  ও বহুক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিয়ে যায়। পরিবর্তিত আন্তর্জাতি নিরাপত্তা পরিস্থিতির মুখে প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব নিরাপত্তা প্রস্তাব উত্থাপন করেন, তা  দ্বন্দ্বের বদলে সংলাপ, জোটের বদলে অংশীদার, একের লাভ ও অন্যের ক্ষতির বদলে উভয়ের জন্য জয়-জয় নীতির পথ দেখিয়েছে এবং বিশ্ব নিরাপত্তার জন্য একটি চীনা পরিকল্পনা প্রদান করেছে।

(শিশির/হাশিম/লিলি)