ফানুস ওড়ানো রাত
2024-04-15 16:52:19

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর রয়েছে নানা রকম রীতি রেওয়াজ। দক্ষিণ পশ্চিমের প্রদেশ ইয়ুননান। এখানে অনেক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এদের অন্যতম হলো দাই জাতিগোষ্ঠী। এদের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাদের নিজস্ব ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিও রয়েছে।

দাইজাতির বর্ষপঞ্জি অনুযায়ী শনিবার ১৩ এপ্রিল ছিল নববর্ষ। নববর্ষের রাতে ফানুস ওড়ানো তাদের প্রথা। এই উপলক্ষ্যে চিংহোং সিটিতে নদীর তীরে ফানুস ওড়ানোতে মেতে ওঠে দাই জাতিগোষ্ঠীর সদস্যরা। এই ফানুসকে বলা হয় খোংমিং লণ্ঠন।

লানসাং নদী, সিশুয়াংবান্না সেতু এবংএর কাছাকাছি স্থান থেকে ফানুস ওড়ানো হয়। নদীর উপর আকাশে ভাসতে থাকে অসংখ্য ফানুস। অন্ধকার আকাশে দেখা যায় তারার মেলার মতো ফানুসের আলো।

শান্তা/মিম