চীন নতুন পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে
2024-04-15 17:22:31

এপ্রিল ১৫: চীন সফলভাবে ৪ডি-কাওচিং ৩ ০১ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। উত্তরপশ্চিম চীনের চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২-ডি পরিবাহক রকেট ব্যবহার করে আজ সোমবার বেইজিং সময় দুপুর ১২টা ১২ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইটটি সুষ্ঠুভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। স্যাটেলাইটটি প্রধানত ডিজিটাল কৃষি, শহুরে তথ্য-মডেলিং ও লাইভ থ্রিডি বাণিজ্যিক ডাটা প্রদানের পাশাপাশি ভূমিজরিপ ও ম্যাপিং, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, এবং সামুদ্রিক পর্যবেক্ষণের মতো প্রচলিত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হবে।

এটি লং মার্চ সিরিজ রকেটের ৫১৬তম ফ্লাইট মিশন।

লিলি/হাশিম/শিশির।