ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জি-সেভেন নেতৃবৃন্দের ভিডিও-বৈঠক
2024-04-15 11:26:44

এপ্রিল ১৫: গতকাল (রোববার) ইসরায়েলের ওপর ইরানি হামলা নিয়ে ভিডিও-বৈঠক করেছেন জি-সেভেন নেতৃবৃন্দ। তাঁরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম বজায় রাখতে এবং উত্তেজনাময় পরিস্থিতি এড়াতে আহ্বান জানিয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উদ্যোগে ভিডিও-বৈঠকটি আয়োজনের পর, জি-সেভেন গোষ্ঠীর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছে, গ্রুপ পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করবে এবং ইরানের বিরুদ্ধে নতুন দফা অবরোধ আরোপের প্রস্তুতি নেবে। বিবৃতিতে ইসরায়েলের ওপর ইরানের হামলার তীব্র নিন্দাও জানানো হয়।

বিবৃতিতে গাজা সংকট অবসানে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন জি-সেভেন নেতৃবৃন্দ।

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশের ক্যাপ্রি দ্বীপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সম্মেলন আয়োজন করা হবে।

উল্লেখ্য, পয়লা এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাস ও কনসুলেটের ওপর হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ১৪ এপ্রিল ইসরায়েলের ওপর কয়েক শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। (সুবর্ণা/আলিম/শিশির)