তিমিরবিনাশী নববর্ষ
2024-04-14 14:36:20

ঢাকা, এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বিগত বছরের সব গ্লানিকে অতিক্রম করে ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘আমরা তো তিমিরবিনাশী’। সব অন্ধকার, তমসা, জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয়েছে পহেলা বৈশাখ।

এ বছর ঈদের ছুটির পাশাপাশি হওয়ায় রাজধানী ঢাকা আজকেও অনেকটা ফাঁকা। তবু এর মধ্যেই নববর্ষের ভোরে রমনার বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের উদ্যোগে গানে গানে স্বাগত জানানো হয়েছে বাংলা নববর্ষকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটির সুর ভেসে বেড়াচ্ছে ঢাকার বাতাসে। নারীরা সাদা-লাল রঙের শাড়ি পরে পালন করছেন বাঙালির প্রাণের উৎসব। পুরুষদের পরনে রয়েছে পাঞ্জাবি।

 নববর্ষের একটি বিশেষ অংশ মঙ্গল শোভাযাত্রা।

২০১৬ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে হওয়া এ শোভাযাত্রা।

সকাল পৌনে নয়টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পুরো শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

 

এদিকে বর্ষবরণ প্রস্তুতির শুরু থেকেই এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকালই

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন পহেলা বৈশাখের সব আয়োজনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সন্ধ্যার আগেই সব রকমের অনুষ্ঠান শেষ করতেও বলা হয়েছে।

এরআগে বাংলা নববর্ষ উদযাপনে ১৩ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

অন্যদিকে নববর্ষের আগে পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি বা বছর শেষের রীতি রেওয়াজ।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন উৎসব পালন করছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা।

শান্তা/মিম