চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলপথে পণ্য পরিবহন বেড়েছে
2024-04-14 17:12:29

এপ্রিল ১৪: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলপথে ৪ হাজার ৫৪১টি ট্রেনের মাধ্যমে মোট ৪ লাখ ৯৩ হাজার টিইইউ পণ্য পরিবহন করা হয়েছে। ট্রেন সংখ্যা ও পণ্যের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৯ ও ১০ শতাংশ বেড়েছে। চীনের স্টেট রেলওয়ে গ্রুপ কোং লি. সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

 

চীন-ইউরোপ রেলপথে রুট বাড়ছে। এ রেলপথ চালু হওয়ার পর গত মার্চ নাগাদ   ৮৭ হাজারের বেশি ট্রেন চলাচল করেছে এবং ইউরোপের ২৫টি দেশের ২২২টি শহরকে যুক্ত করেছে।

চীনের সি’আন, ছুংছিং ও ই’উ শহর থেকে জর্জিয়ার অ্যাপোটি শহর ও তুরস্কের ইস্তাম্বুল  রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে এবং নতুন করে চালু হয়েছে আর্বিন-টিলবার্গ (নেদারল্যান্ড), সিচিচুয়াং-বেলগ্রেড (সার্বিয়া) এবং ছিংতাও-মস্কোসহ (রাশিয়া) নানা রুট। এতে চীনের বিভিন্ন শহর ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্য বিনিময় জোরদার হচ্ছে।

(শিশির/হাশিম/লিলি)