ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলার বিরোধিতা করেন বাইডেন: মার্কিন গণমাধ্যম
2024-04-14 18:27:50

এপ্রিল ১৪: যুক্তরাষ্ট্র, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলায় অংশ নেবে না এবং এর বিরোধিতা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (শনিবার) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ মনোভাব ব্যক্ত করেন।

হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ইউএস অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের যৌথ প্রচেষ্টায় ইরানের হামলা ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক পাল্টা আক্রমণের বিরোধিতা করে এবং এতে অংশ নেবে না। নেতানিয়াহু বাইডেনের এ বক্তব্য বুঝতে পেরেছেন বলে জানান।

বাইডেন বলেন, মার্কিন সেনাবাহিনী ও স্থাপনার ওপর ইরান হামলা চালায়নি। তবে মার্কিন বাহিনী সব ধরনের হুমকির বিষয়ে সতর্ক থাকবে এবং নিজের জনগণকে রক্ষা করতে সব ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র রোববার জি-৭ গোষ্ঠীর নেতৃবৃন্দের সম্মেলনের আয়োজন করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার বিষয়ে কূটনৈতিকভাবে পাল্টা জবাবের ব্যবস্থা নিয়ে আলোচনা করবে বলে বাইডেন উল্লেখ করেন।

ফোনালাপের পর প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি ‘সবচেয়ে জোরালো ভাষায়’ ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা করেছেন। ইসরায়েলের নিরাপত্তার জন্য মার্কিন সমর্থন দৃঢ়। ইসরায়েলের বিরুদ্ধে ছোড়া প্রায় সব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। 

(লিলি/হাশিম/শিশির)