হাইখৌতে চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় বৈশ্বিক ভোগ বিষয়ক সিরিজ কার্যক্রম
2024-04-14 18:15:56


এপ্রিল ১৪: চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা ও বৈশ্বিক ভোগ বিষয়ক একটি সিরিজ কার্যক্রম গতকাল (শনিবার) চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌ শহরে শুরু হয়েছে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান পেং ছিং হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।

পেং ছিং হুয়া প্রথম আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলার জন্য দেয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন বার্তার কথা স্মরণ করেন। ওই বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা হল বিশ্বব্যাপী উচ্চমানের ভোগ্যপণ্য প্রদর্শন ও বিপণন প্ল্যাটফর্ম, যা বিশ্বে চীনা বাজারের সুযোগ ভাগাভাগি করা, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশ্বকে চীনের আরো উচ্চমানের ভোগ্যপণ্য সরবরাহ করার জন্য সহায়ক।

গত ৩ বছর ধরে আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলার পরিসর, গুণমান ও প্রভাবশক্তি অব্যাহতভাবে বেড়েছে। এখন এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম ভোগ্য প্রদর্শনী, উচ্চমানের বৈশ্বিক ভোগ্যপণ্য প্রদর্শনী এবং ভোগ-বাজারের ট্রেন্ডসেটারে পরিণত হয়েছে। হাইনান অবাধ বাণিজ্য বন্দর নির্মাণের একটি ব্যবসায়িক কার্ড হয়ে উঠেছে এ মেলা।

পেং ছিং হুয়া জোর দিয়ে বলেন, হাইনান হল চীনের বৃহত্তম বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এর সার্বিক সংস্কার বাস্তবায়ন ও উন্মুক্তকরণ নীতি পরীক্ষা করার অনন্য সুবিধা রয়েছে।

তিনি বলেন, চীন ভোগ্যপণ্য উদ্ভাবনে অবিচল থাকবে, ভোগচাহিদা উদ্দীপিত করবে; বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করে নতুন মানের উত্পাদন শক্তি উন্নত করবে ও বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এগিয়ে নেবে, এবং সবুজ উন্নয়ন, উন্মুক্তকরণের ও কল্যাণমূলক সহযোগিতার মাধ্যমে বিশ্বকে উপকৃত করবে।

(তুহিনা/হাশিম/শিশির)