ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
2024-04-14 16:22:50

এপ্রিল ১৪: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় আজ (রোববার) মধ্যরাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইরানি বাহিনী।

বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু হল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনা অবস্থান। ইসরায়েলের ‘অপরাধের’ প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলা। এতে ইরানের একজন কমান্ডার ও সামরিক উপদেষ্টাসহ অন্তত ১৩ জন নিহত হয়।

এদিকে, শনিবার রাতে ইসরায়েলি সামরিক পক্ষ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ইরান, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন উৎক্ষেপণ করেছে, যা ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগবে। ইসরায়েল স্থানীয় সময় ১৪ তারিখ মধ্যরাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

(তুহিনা/হাশিম/শিশির)