লেবাননে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিচ্ছেন চীনা শান্তিরক্ষীরা
2024-04-14 14:51:07

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: লেবাননে চীনা শান্তিরক্ষীরা স্থানীয়দের অনুরোধে দেশটির দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘন ঘন সংঘর্ষের ক্রসফায়ারে সীমান্ত এলাকার গ্রাম ডারমিমাসের অধিবাসীরা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তাদের  ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘাটতি এবং দুর্বল পরিবহনের কারণে, গ্রামবাসীরা প্রায়ই প্রয়োজনীয় ওষুধের অভাবে ভোগে এমনকি তাদের জীবনও হুমকির মুখে পড়ে। সম্প্রতি, গ্রামটি লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে কর্মরত চীনা শান্তিরক্ষা হাসপাতালে একটি চিঠি পাঠায় যাতে কিছু অত্যাবশ্যকীয় ওষুধের জন্য অনুরোধ করা হয়।

শুক্রবার, চীনা শান্তিরক্ষীরা ডারমিমাস ক্লিনিকের প্রতিনিধিদের শান্তিরক্ষা হাসপাতালে আমন্ত্রণ জানায় এবং উচ্চ রক্তচাপের ওষুধ, ব্যাকটেরিয়ারোধী ওষুধ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ওষুধ, টপিকাল ওষুধ এবং ব্যথানাশক সহ ৩০ টিরও বেশি ধরণের ওষুধ দান করে।

ক্লিনিকটির পরিচালক চক্রী হাউরানি বলেন, "চীনা হাসপাতাল আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে আমাদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে। আমরা এর জন্য কৃতজ্ঞ।  আশা করি আমরা ভবিষ্যতে চাইনিজ দলের সাথে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে পারব, আপনাকে ধন্যবাদ।”

চীনা চিকিৎসা পেশাদাররাও গ্রামের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, রোগের চিকিৎসার পরামর্শ দেন এবং কিছু ওষুধ ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেন। মেডিকেল টিম আগত গ্রামবাসীদের বিনামূল্যে মেডিকেল চেকআপ ও চিকিৎসা প্রদান করে।

গত ডিসেম্বরে মোতায়েন হওয়ার পর এই তৃতীয়বারের মতো শান্তিরক্ষী বাহিনী চিকিৎসা সরবরাহ ও ওষুধ দান করেছে এবং বিভিন্ন শান্তিরক্ষা মিশনের সময় লেবাননের জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।

শান্তা/মিম