রাষ্ট্রীয় সফরে চীনে এসেছেন জার্মান চ্যান্সেলর
2024-04-14 14:49:30

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে চীনে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। তিনি দক্ষিণ পশ্চিম চীনের ছোংছিং নগরীর বিমান বন্দরে অবতরণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটি শোলজের দ্বিতীয় চীন সফর। শোলজ একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ছোংছিং পরিদর্শন শেষে সোমবার তারা শাংহাই যাবেন।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শোলজ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে আলোচনা করবেন।

চলতি বছর চীন-জার্মানি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী পালিত হচ্ছে।

সরকারিভাবে প্রকাশিত তথ্যে দেখা যায় চীন টানা আট বছর ধরে জার্মানির বৃহত্তম বৈশ্বিক ব্যবসায়িক অংশীদার । উপরন্তু, গত বছর, চীনে জার্মানির প্রত্যক্ষ বিনিয়োগ আগের বছরের তুলনায় ৪.৩ শতাংশ বেড়েছে, যা ১১.৯ বিলিয়ন ইউরোর ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।

মন্ত্রণালয় আরও বলেছে চীন শোলজ-এর এই সফরকে বোঝাপড়া এবং বিশ্বাস বাড়ানো, বাস্তবসম্মত সহযোগিতাকে আরও গভীর করার এবং মতভেদ নিরসনের সময় সাধারণ ভিত্তি খোঁজার একটি সুযোগ হিসেবে দেখছে। মঙ্গলবার তার সফর শেষ হবে।

শান্তা/মিম