কিংবদন্তির হলুদ সম্রাটের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠান
2024-04-14 14:57:11

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কিংবদন্তি সম্রাট এবং চীনা জাতির পূর্বপুরুষ হিসেবে পরিচিত হুয়াংতির স্মরণে পাঁচ হাজারের বেশি মানুষ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্প্রতি অংশগ্রহণ করেছে। মধ্যচীনের হ্যনান প্রদেশের সিনচ্যং সিটিতে এই বর্ণাঢ্য আয়োজনে ফুলের ঝুড়ি সাজানো, ধূপ জ্বালানো, সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

প্রাচীন চীনের আইকনিক অনুষ্ঠানিক নৃত্য বায়ি পরিবেশন করেন ৬৪ জন শিল্পী। তাদের সঙ্গে ৯৯ জন চীনা চিথার বাদক চারপাশে বসে প্রাচীন সঙ্গীত বাজান।

চীনের চান্দ্র বর্ষপঞ্জী অনুযায়ী তৃতীয় মাসের তৃতীয় দিনকে কিংবদন্তি হলুদ সম্রাট হুয়াংতির জন্মদিন বলে মনে করা হয়। সিনচ্যং সিটি তার জন্মস্থান হিসেবে পরিচিত। হুয়াংতিকে স্মরণ করার এই অনুষ্ঠান ২০০৮ সার থেকে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে।

শান্তা/মিম