রেনআই চিয়াও সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় চীনের অবস্থান পরিষ্কার করলো চীনা দূতাবাস
2024-04-13 17:11:48

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিপাইনে চীনা দূতাবাস শনিবার বলেছে যে রেনআই চিয়াওতে বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোস সম্প্রতি বলেন, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ বা জলকামানের ঘটনা এড়াতে ফিলিপাইন চীনের সাথে সব পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে।

প্রতিক্রিয়ায়, দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, চীন ফিলিপাইনের সঙ্গে সংলাপ এবং পরামর্শের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের বিরোধসমূহ নিরসন করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে নিরলস প্রচেষ্টা চালিয়েছে।

তিনি বলেন, ‘যদি ফিলিপাইন সত্যিই সংলাপ এবং যোগাযোগের মাধ্যমে রেনআই চিয়াওতে উত্তেজনা কমাতে চায়, তবে মূল বিষয় হল প্রতিশ্রুতি এবং বোঝাপড়াকে সম্মান করা এবং উস্কানি বন্ধ করা ‘।

উল্লেখ্য যে কয়েক দশক ধরে রেনআই চিয়াওতে তার যুদ্ধজাহাজ  রেখে ফিলিপাইন চীনের সার্বভৌমত্ব এবং দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্র (ডিওসি) লঙ্ঘন করছে।

মুখপাত্র বলেন, চীন দাবি করছে যে ফিলিপাইন যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধজাহাজটি সরিয়ে ফেলবে এবং রেনআই চিয়াও এর স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করবে। 

শান্তা/মিম