এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দরকার উন্নয়ন, অশান্তি নয়: ওয়াং ই
2024-04-13 17:03:17

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এখন উন্নয়নের প্রয়োজন, অশান্তি নয় এবং সবার এখন বিভাজন ভুলে সহযোগিতার ওপর জোর দেওয়া উচিত।

বেইজিংয়ে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং আরও বলেন, এসক্যাপ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থা এবং গত কয়েক বছর ধরে এর সঙ্গে চীনের ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক আছে।

তিনি আরও বলেন, চীন এসক্যাপ-এর সঙ্গে সংহতি ও সমন্বয় জোরদার করার পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ে উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে ইচ্ছুক। ওয়াং বলেন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণকে গভীর করতে এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর মধ্যে সমন্বয় বাড়াতেও চীন প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা, সবুজ রূপান্তর, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ উন্নয়নে এসক্যাপের সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক একীকরণ এবং আঞ্চলিক সংযোগের প্রচারে চীনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংস্থাটির নির্বাহী সচিব আলিসজাহবানা।

তিনি বলেন, এসক্যাপ যৌথভাবে বিআরআই, জিডিআই এবং টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।

ফয়সল/শান্তা