চৈত্র সংক্রান্তি আজ, বাংলা বছরের বিদায়ের দিন
2024-04-13 18:50:34

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ ১৩ এপ্রিল শনিবার। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে ১৪ এপ্রিল সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর।বাংলা নতুন বছর ১৪৩১ সাল।

আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন পুরাতনকে বিদায় ও নতুন বছরকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা মেলা করে থাকেন। লোকাচার ও শাস্ত্র অনুসারে তারা স্নান,দান, ব্রত, উপবাস করেন।

হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্যসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি।

চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে।

-রাসেল/নাহার