চীনের আর্থিক সমর্থনে বাড়ছে প্রকৃত অর্থনীতি: কেন্দ্রীয় ব্যাংক
2024-04-13 17:10:16

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রকৃত অর্থনীতির গতিশীলতা ঠিক করে দিচ্ছে দেশটির আর্থিক সহায়তা সংক্রান্ত নীতি, যে কারণে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি ছিল স্থিতিশীল। সেই সঙ্গে বেড়েছে অর্থনীতির গুণমান ও দক্ষতা। শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে এ কথা বলা হয়েছে।

পিপলস ব্যাংক অফ চায়না আরও জানিয়েছে, চীনের অর্থ সরবরাহের একটি বড় সূচক হলো এম-২। এই সূচকের মান গত মাসের শেষে তার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। এতে চীনের অর্থনীতিতে অর্থ সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছিল ৩০৪ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার)।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, চীনের ঋণ কাঠামো সুসংহত হতে থাকে এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও বাড়তে থাকে।

ফয়সল/শান্তা