চীন-লাওস রেলপথ চালুর এক বছরে ৭ লাখ যাত্রী পরিবহন
2024-04-13 18:35:33

এপ্রিল ১৩: চীন-লাওস রেলপথে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রথম বার্ষিকী আজ (শনিবার) পালিত হচ্ছে। গত এক বছরে এ রেলপথে মোট ৭ লাখ যাত্রী যাতায়াত করেছেন। এরমধ্যে মধ্যে ৮৭টি দেশ এবং অঞ্চলের ১ লাখ ৮০ হাজার জন বিদেশি যাত্রী রয়েছেন।

চলতি বছরে চীন ও লাওসের রেলপথে আরো দুটি স্টেশন যোগ করা হয়। এতে স্টেশনের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে এবং এতে রেল পরিষেবাও প্রসারিত হয়েছে।

রেল যাতায়াত চালুর এক বছরে চীন ও লাওসের অনেক শহরের পর্যটন শিল্পও চাঙ্গা হয়েছে এবং দু’দেশের সাংস্কৃতিক বিনিময় ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এগিয়েছে।

লিলি/হাশিম/শিশির।