জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হলেন ফু সং
2024-04-13 18:52:27

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) জানিয়েছে ফু সং জাতিসংঘে চীনের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।

শুক্রবার ফু এর সাথে সাক্ষাত করে, সিআইডিসিএর চেয়ারম্যান লুও চাওহুই  ফুকে তার নতুন পদ গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

লুও বলেন, সিআইডিসিএ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এবং ঐতিহ্যগত বিদেশী সহায়তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার উন্নীতকরণকে উন্নীত করছে।   আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের সঙ্গে সংযোগ এবং সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন লুও।

ফু বলেন, মিশনটি গ্রুপ অফ ফ্রেন্ডস অফ দ্য জিডিআই গড়ে তোলা অব্যাহত রাখবে এবং উদ্যোগটি বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করবে।

এর আগে ফু  ইউরোপীয় ইউনিয়নে চীনের রাষ্ট্রদূত ছিলেন।

শান্তা/মিম