সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র-চীন বন্ধুত্ব বাড়াতে ইচ্ছুক সান ফ্রান্সিসকোর মেয়র
2024-04-13 17:05:12

এপ্রিল ১৩: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরের মেয়র লন্ডন ব্রিড আজ (শনিবার) থেকে চীনে সফর করবেন। মেয়র হিসেবে এটা তার প্রথম চীন সফর। তিনি আশা করেন সান ফ্রান্সিসকো ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাবে।

সফরের প্রাক্কালে, চীনের গণমাধ্যমকে সাক্ষাৎকারে ব্রিড বলেন, সান ফ্রান্সিসকোতে একটি বিস্তৃত গ্রুপ রয়েছে, তারা সান ফ্রান্সিসকো ও চীনের সম্পর্ক উন্নয়নে খুব উত্সাহী। তিনি বলেন, সান ফ্রান্সিসকো বরাবরই এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বার। সান ফ্রান্সিসকোর চীনা সম্প্রদায় শহরের ইতিহাস, সংস্কৃতি ও শক্তি তৈরি করেছে। সান ফ্রান্সিসকো দু’দেশের জনগণের আদান-প্রদানের জন্য একটি অনন্য ও গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। তিনি সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র-চীন বন্ধুত্ব উন্নীত করতে ইচ্ছুক বলে জানান।

লন্ডন ব্রিড মনে করেন, ভবিষ্যতে সান ফ্রান্সিসকো বে ও কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা জোরদার করতে পারে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সান ফ্রান্সিসকোতে একটি বিশাল শিল্প, এখন চীন এই ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি করছে। উভয়পক্ষের পারস্পরের কাছ থেকে শেখা ও উন্নয়নের সুযোগ অন্বেষণের অপেক্ষা করছেন তিনি ।

সফরকালে ব্রিড চীনের একাধিক শহরে পরিদর্শন করবেন এবং চীনের বিশ্ববিদ্যালয় ও কোম্পানির প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।

(তুহিনা/হাশিম/শিশির)