কিম জং উনের সঙ্গে চাও ল্য চির সাক্ষাৎ
2024-04-13 19:15:03

এপ্রিল ১৩: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি আজ (শনিবার) পিয়ংইয়ংয়ে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের সঙ্গে বৈঠকে মিলিত হন। চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের একটি প্রতিনিধিদল নিয়ে দেশটিতে সফরকালে  সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও শীর্ষ এই আইনপ্রণেতা এ বৈঠক করেন।

চাও ল্য চি, কিম জং উনকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দিয়ে বলেন,"সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং ও সিপিসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একটি প্রতিনিধি দল নিয়ে উত্তর কোরিয়ায় সফর এসেছি এবং চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেব। চলতি বছর চীন-উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর বার্ষিকী পালিত হচ্ছে এবং  আমরা সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব, একসাথে লড়াই, অভিন্ন ভাগ্য ও উন্নয়নের ৭৫ বছর কাটিয়েছি। নতুন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সঙ্গে দু’পার্টি, দু’দেশের শীর্ষ নেতা ও মানুষের অভিন্ন ইচ্ছা অনুযায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক চীন।”

চাও ল্য চি বলেন, “চীন ও উত্তর কোরিয়ার মৈত্রী প্রতিষ্ঠা করেন দু’পার্টি ও দু’দেশের পুরোনো বিপ্লবীরা এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে মৈত্রী আমাদের অভিন্ন সম্পদ হয়েছে। সিপিসি ও চীনা সরকার সমসময় কৌশলগত ও সুদূরপ্রসারী দৃষ্টিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে দেখে এবং চীন-উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা, উন্নয়ন করা আমাদের অটল নীতি।”

দু’পার্টি ও দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নেতৃত্বে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় আরও অগ্রগতি অর্জন করতে, পরস্পরকে সমর্থন করে, বেইজিং অভিন্ন স্বার্থ রক্ষা করতে চায় বলেও উল্লেখ করেন চাও ল্য চি।

(শিশির/হাশিম/লিলি)