সুষ্ঠু ও স্থিতিশীল সম্পর্ক চীন-ভারত দুই দেশের স্বার্থ রক্ষায় কাজ করে: চীনা মুখপাত্র
2024-04-13 17:13:03

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক:  সুষ্ঠু ও স্থিতিশীল সম্পর্ক চীন-ভারত দুই দেশের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এ মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি একটি সাক্ষাত্কারে, ভারতের প্রধানমন্ত্রী ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, উভয় পক্ষের সীমান্ত পরিস্থিতি জরুরী ভিত্তিতে সমাধান করা দরকার।

মাও বলেন, " চীন এবং ভারত সীমান্ত পরিস্থিতি সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের জন্য কূটনৈতিক এবং সামরিক চ্যানেলে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছে, যা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে ৷ চীনও বিশ্বাস করে যে চীন ও ভারতের মধ্যে একটি সুষ্ঠু ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে ৷ আমরা আশা করি ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সীমানা প্রশ্নকে যথাযথভাবে গুরুত্ব দিবে এবং এটিকে সঠিকভাবে পরিচালনা করতে সম্পর্ককে সুষ্ঠু ও স্থির পথে রাখতে কাজ করবে।"

নাহার/শান্তা