বাংলাদেশে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি
2024-04-13 18:54:27

এপ্রিল ১৩,সিএমজি বাংলা ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চত্বর মূল কেন্দ্র আর  মঙ্গল শোভাযাত্রা এই উৎসবের প্রাণ। তাই চারুকলার বকুল তলায় হাতুড়ির টুংটাং আর রংতুলির আঁচড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

মঙ্গল শোভাযাত্রা বাঙালির বর্ষবরণের মূল আকর্ষণ।অমঙ্গল অন্ধকারকে দূর করে নতুন দিনের নতুন আলোয় আলোকিত করবে মঙ্গল শোভাযাত্রা এটাই সবার প্রত্যাশা। আর তাইতো মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য করা হয়েছে কবি জীবনান্দ দাশের কবিতা থেকে 'আমরা তো তিমির বিনাশী’।

বিগত বছরগুলোতে বর্ষবরণের আয়োজনে অনেকের অংশগ্রহণে এ উৎসব হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব, আবেগের উৎসব।

এদিকে বর্ষবরণ প্রস্তুতির শুরু থেকেই এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি ঘুরে দেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, পহেলা বৈশাখের সব আয়োজনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সন্ধ্যার আগেই সব রকমের অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।

এরআগে বাংলা নববর্ষ উদযাপনে ১৩ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাসেল/নাহার/শান্তা

ছবি: সিএমজি বাংলা