রাজনৈতিক সমাধানই ইউক্রেন সংকটের একমাত্র পথ: চীন
2024-04-12 11:09:09

এপ্রিল ১২: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনায় বক্তব্য রাখেন।তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধানই ইউক্রেন সংকটের একমাত্র পথ।


কেং বলেন, ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে, মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং যুদ্ধের আঁচ চারপাশে ছড়িয়ে পড়ছে।

 

তিনি বলেন, যুদ্ধ চলতে থাকলে, বেসামরিক জনসাধারণের কষ্ট বাড়বে এবং আঞ্চলিক ও বৈশ্বিক আরও বেশি অনির্দিষ্ট সংকট ও চ্যালেঞ্জ তৈরি হবে।

 

তিনি আরও বলেন, সংঘর্ষ ও যুদ্ধের কোন বিজয়ীপক্ষ নেই। এতে দুইপক্ষই ক্ষতিগ্রস্ত হয়। চীন আবারও বিবাদকারী পক্ষদ্বয়ের প্রতি সরাসরি সংলাপ ও আলোচনার মাধ্যমে, রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ গ্রহণ এবং যৌথভাবে পরিস্থিতিকে ঠান্ডা করে  অনতিবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানায়। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত মধ্যস্থতার চেষ্টা বাড়িয়ে এর জন্য শর্ত সৃষ্টি করা। (প্রেমা/শান্তা/ছাই)