মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-12 17:52:09

এপ্রিল ১২: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশিংগারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-জার্মানি এবং চীন-ইইউ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানি ও ইউরোপের সহযোগিতামূলক ও কল্যাণকর উন্নয়নের সহযোগী চীন। দু’পক্ষের যৌথ স্বার্থ মতভেদের চেয়ে অনেক বেশি। চীন-ইউরোপ বিনিময় ও সহযোগিতায় মিউনিখ সিকিউরিটি কনফারেন্স আরও ইতিবাচক অবদান রাখবে বলে বেইজিং আশা করে।

এসময় চীনের সাথে বিনিময় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন ইশিংগার। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সকে ইতিবাচক সমর্থন দেওয়ায় চীনকে ধন্যবাদও জানান তিনি।

তিনি বলেন, দু’পক্ষের সহযোগিতামূলক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে, চীন-জার্মানি ও চীন-ইউরোপ পারস্পরিক বোঝাপড়া ও আস্থা গভীরতর করতে তিনি কাজ করে যাবেন।

বৈঠকে তাঁরা ইউক্রেন সংকটসহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)