ইয়ুননানে বাড়ছে তাজা ফুলের বাণিজ্য
2024-04-12 18:15:54


এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে তাজা ফুলের ব্যবসা দারুণ গতিতে এগোচ্ছে। যার কারণে নেদারল্যান্ডসের আমস্টারডামের পর এ প্রদেশই এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী অঞ্চল। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইয়ুননান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং।


ওয়াং নিং জানান, ইয়ুননানের কুনমিংয়ে ফুলের জন্য বিখ্যাত তৌনান মার্কেটে ফুলের কেনাবেচার ব্যস্ততা অনেকটা স্টক এক্সচেঞ্জের মতো। এখানে বিক্রেতারা ফুল নিয়ে আসেন, ক্রেতারা ডাকেন নিলাম। দর ওঠানামা করতে দেখা যায় ডিজিটাল ডিসপ্লেতে। সম্প্রতি এ বাজারের ভৌত অবকাঠামো ও সুযোগসুবিধা আরও উন্নত হয়েছে বলে জানান তিনি। 


সাক্ষাৎকারে প্রাদেশিক পার্টি প্রধান আরও বলেন, তৌনান বাজারে এখন রাতে যে ফুলের কেনাবেচা হয়, সেগুলো দিনে দিনেই শাংহাই, বেইজিং ও কুয়াংচৌ পৌঁছে যাচ্ছে। 


তিনি বলেন, এ অঞ্চলে বছরে এক হাজার ৯০০ কোটি ফুল উৎপাদন হয়। গতবছর এখান থেকে বিদেশে রপ্তানি হয়েছিল ৫৭ কোটি ইউয়ান (প্রায় ৮ কোটি ডলার) মূল্যের ফুল।


ফয়সল/শান্তা