চীনের ছোট পারমাণবিক রিয়েক্টরে আসছে ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা
2024-04-12 18:11:07

এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের প্রথম ভূমি-ভিত্তিক বাণিজ্যিক ছোট মডুলার পারমাণবিক রিয়েক্টরটি (এসএমআর) তৈরি করেছে চীন। চীনের হাইনান প্রদেশে স্থাপিত এ রিয়েক্টরে প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তথা ডিসিএস।

লিংলং-১ নামের বহুমুখী, ছোট মডুলার প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টরটি তৈরি করেছে চীনের জাতীয় নিউক্লিয়ার করপোরেশন।

হাইনান নিউক্লিয়ার পাওয়ার কোং লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার তেং সিয়াওলিয়াং বলেছেন, এই ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থাটিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নার্ভ সেন্টার তথা স্নায়ু কেন্দ্র বলা যায়। 

১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন লিংলং-১ রিঅ্যাক্টরটি শহরের বাসিন্দাদের হিটিং, এয়ার কন্ডিশনার, শিল্প কারখানার জন্য বাষ্প উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

বিশ্বের প্রথম ছোট মডিউলার রিয়েক্টর হিসেবে লিংলং-১ ২০১৬ সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অনুমোদন পায়। পরে ২০২১ সালে হাইনানে প্রকল্পটির নির্মাণ শুরু করে চীন সরকার।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া