জুনে উৎক্ষেপণ করা হবে চীনা-ফরাসি স্যাটেলাইট
2024-04-12 18:14:57


এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীন এবং ফ্রান্সের যৌথভাবে তৈরি একটি অত্যাধুনিক স্যাটেলাইট আগামী জুনে কক্ষপথে পাঠানো হবে। শাংহাইয়ের চীনা একাডেমি অফ সায়েন্সেসের ইনোভেশন একাডেমি ফর মাইক্রোস্যাটেলাইট সংস্থা সম্প্রতি এ তথ্য জানিয়েছে।


স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে স্পেস ভ্যারিয়েবল অবজেক্টস মনিটর সংক্ষেপে এসভিওএম। এই স্যাটেলাইটে থাকবে কয়েকটি শক্তিশালী টেলিস্কোপ, যেগুলো দিয়ে দূরবর্তী নক্ষত্রের বিস্ফোরণে সৃষ্ট গামা-রে শনাক্ত করা যাবে।


একাডেমি আরও জানিয়েছে, সিচুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনের তৈরি লং মার্চ ২-সি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটিকে লোয়ার আর্থ অরবিটে স্থাপন করা হবে।


৯৩০ কিলোগ্রাম ওজনের মহাকাশযানটিতে থাকবে চারটি পেলোড, যেগুলো হলো—এক্লেয়ারস কোডেড মাস্ক ক্যামেরা, ফরাসি বিজ্ঞানীদের তৈরি মাইক্রোচ্যানেল এক্স-রে টেলিস্কোপ, ও গামা-রে বার্স্ট মনিটর এবং চীনা বিজ্ঞানীদের তৈরি ভিজিবল টেলিস্কোপ। চীন ও ফ্রান্স যৌথভাবে এ মিশনের গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্বে থাকবে। 


এবারের এসভিওএম হতে চলেছে চীন-ফ্রান্স যৌথ উদ্যোগে পাঠানো দ্বিতীয় স্যাটেলাইট। এর আগে প্রথমবারের মতো দু’দেশ যৌথ উদ্যোগে ২০১৮ সালের অক্টোবরে উত্তর-পশ্চিম চীনের সিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করে ওশানোগ্রাফি স্যাটেলাইট।


আগের স্যাটেলাইটটি থেকে চীন ও ফ্রান্স যে তথ্য-উপাত্ত পেয়েছে তা দিয়ে সমুদ্রপৃষ্ঠের বায়ু, ঢেউয়ের গতিবিধি, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানতে পেরেছেন দুই দেশের গবেষকরা।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: চায়না ডেইলি