ইতালিতে ‘চীনে বিনিয়োগ’ শীর্ষক প্রচার-কার্যক্রম
2024-04-12 16:58:18

এপ্রিল ১২: গতকাল (বৃহস্পতিবার) ইতালির মিলানে, ‘চীনে বিনিয়োগ’ শীর্ষক ধারাবাহিক বিশেষ প্রচার-কার্যক্রম আয়োজন করা হয়।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশী বিনিয়োগ বিভাগের পরিচালক চু পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ইতালির উন্নত উত্পাদন-ক্ষমতা ও অসংখ্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে। বেইজিং ইতালির বড়, মাঝারি ও ছোট প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ করতে আহ্বান জানায়। চীন তার বিরাট বাজার, নিরাপদ ও স্থিতিশীল শিল্প-চেইন, এবং অন্যান্য সুবিধা শেয়ার করতে ইচ্ছুক।

মিলানে চীনা কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর কেং সিয়ে ওয়েই তাঁর ভাষণে বলেন, চীন ও ইতালির অর্থনীতি একে অপরের পরিপূরক; দু’দেশের বিনিয়োগ-শিল্পের চালিকাশক্তি ও সুপ্তশক্তিও বেশি। চীন-ইতালি বাণিজ্যের পরিমাণ বর্তমানে উচ্চ পর্যায়ে রয়েছে। (ছাই/আলিম)