কক্ষপথে যোগাযোগ পরীক্ষা সম্পন্ন করেছে চীনের ছুয়েছিয়াও-২
2024-04-12 18:14:03

এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: কক্ষপথে থাকা চীনের তৈরি ছুয়েছিয়াও-২ স্যাটেলাইটটি সম্প্রতি যোগাযোগের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। স্যাটেলাইটটির প্ল্যাটফর্ম এবং ভেতরের যন্ত্রাংশগুলোও কাজ করছে স্বাভাবিকভাবে। শুক্রবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সিএনএসএ জানাল এ খবর।

সিএনএসএ আরও জানিয়েছে, মিশনের চাহিদা অনুযায়ী তথ্য পাঠাতে পারছে ছুয়েছিয়াও-২। এটি চীনের চতুর্থ পর্যায়ের চন্দ্রাভিযান প্রকল্প এবং চীন ও অন্যান্য দেশের ভবিষ্যতের চন্দ্রাভিযানে রিলে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। 

সিএনএসএ’র মতে, এই রিলে যোগাযোগের কাজে ছুয়েছিয়াও-২ পুরোপুরি সফল একটি প্রকল্প।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন