এসক্যাপ নির্বাহী মহাসচিবের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-04-12 17:59:22

এপ্রিল ১২: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শুক্রবার) বেইজিংয়ে জাতিসংঘের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ার অর্থনীতি ও সমাজ সমিতি (এসক্যাপ)-এর নির্বাহী মহাসচিব মিসেস আরমিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন এসক্যাপের সাথে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে, যৌথভাবে প্রকৃত বহুপক্ষবাদ রক্ষা করতে, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব ও জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার সংযুক্তি

জোরদার করতে ইচ্ছুক। চীন সমিতির সাথে বিভিন্ন খাতে সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক, যাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ার অভিন্ন ভাগ্যের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি অবদান রাখা যায়।

জবাবে আলিসজাহবানার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ার অর্থনৈতিক একীকরণ ত্বরান্বিতকরণ এবং আঞ্চলিক আন্তঃসংযোগ উন্নয়নের ক্ষেত্রে চীনের অবদানের প্রশংসা করেন। এসক্যাপ চীনের সাথে সহযোগিতা জোরদার, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়ন, বৈশ্বিক উন্নয়নের প্রস্তাব ও জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার সংযুক্তি ত্বরান্বিতকরণ, এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (ছাই/আলিম)