চতুর্থ চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য এক্সপো উদ্বোধন হবে
2024-04-12 14:59:54

এপ্রিল ১২: ১৩ থেকে ১৮ এপ্রিল  চতুর্থ চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য এক্সপো হাইনান প্রদেশে উদ্বোধন করা হবে। ‘উন্মুক্ত সুযোগ শেয়ার করা, ভালো জীবন তৈরি করা’  এই প্রতিপাদ্যে মেলাটি চলবে। ৭১টি দেশ ও অঞ্চল থেকে চার হাজারের বেশি ব্র্যান্ড মেলাটিতে অংশ নেবে।

এই বছরের এক্সপো ‘১+এন’ দ্বীপ-ব্যাপী প্রদর্শনীর ধারণা অনুসরণ করে পেশাদার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  প্রদর্শনীতে প্রধান প্যাভিলিয়ন এবং কয়েকটি শাখা প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে প্রধান প্যাভিলিয়নের আয়তন এক কিলোমিটার। চীনের নতুন কর-মুক্ত ব্যয়ের দৃশ্যকল্প এবং ছিওয়ংহাই পোআওলেছেং আন্তর্জাতিক স্বাস্থ্যকর ব্যয় প্যাভিলিয়নসহ শাখা প্যাভিলিয়নের মোট প্রদর্শনীস্থলের আয়তন ২৮হাজার কিলোমিটার।

গতকাল সকালে একজন সাংবাদিক মেলাটির প্রধান প্যাভিলিয়ন ঘুরে দেখেন। প্রতিটি প্রদর্শনী হলের নির্মাণ এরমধ্যেই সম্পন্ন হয়েছে। বুথ কর্মীদের প্রদর্শনীর জন্য হল সাজানোতে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। কয়েকজন প্রদর্শককে নতুন পণ্য সাজাতেও দেখা গেছে।

পাশাপাশি, মেলাটি ‘চমৎকার নতুন নীতি’ দিয়ে প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিমান কম্পানির ব্র্যান্ডগুলোকে বিশেষ বিশেষ ভোগ্যপণ্য প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

মেলাটিতে দেশি বিদেশি আকর্ষণীয় সব ভোগ্যপণ্যের দেখা মিলবে এবং কেনাবেচা দারুণ জমবে বলে আশা করছেন আয়োজকরা।  

চলতি বছর আয়ারল্যান্ডকে অতিথি দেশ হিসাবে এই এক্সপোতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মেলাটি প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষাগত বিনিয়োগ, পর্যটন এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার আলোকে আয়ারল্যান্ডের জাতীয় চিত্র এবং শিল্প শক্তিকে ব্যাপকভাবে তুলে ধরবে।

(অনুপমা/শান্তা)