যুক্তরাষ্ট্রের উচিত চীনা প্রতিষ্ঠানগুলোকে দমনের চেষ্টা না করা: মুখপাত্র
2024-04-12 16:05:48

এপ্রিল ১২: যুক্তরাষ্ট্রের উচিত যথাযথভাবে নিজের ভুল আচরণ সংশোধন করা এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অযৌক্তিকভাবে দমনের অপচেষ্টা থেকে বিরত থাকা। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতুং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলন এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি চীনের ছয়টি কোম্পানিকে নিজের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের আচরণ অর্থনৈতিক জবরদস্তি ও একতরফাবাদের উদাহরণ, চীন যার তীব্র নিন্দা জানায়। চীন তার শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে।

মুখপাত্র আরও বলেন, সম্প্রতি ইউরোপীয় কমিশন চীনের বায়ু টারবাইন সরবরাহকারীদের বিরুদ্ধে ‘ভর্তুকি তদন্ত’ শুরু করে, যা স্পষ্টভাবে অবাধ বাণিজ্যনীতির লঙ্ঘন। এ আচরণ গুরুতরভাবে চীন-ইউরোপ শিল্প-সহযোগিতার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। চীন এ ধরনের আচরণের তীব্র বিরোধিতা করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)