ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৪’ শুরু
2024-04-12 18:13:12

এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৪’। চীনা দূতাবাস এবং বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস  অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শুরু হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। 

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বাড্ডার ফোরিস্ট ডাউনটাউনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, এই টুর্নামেন্ট বাংলাদেশে অবস্থানরত চীনাদের কাজ ও জীবনকে সমৃদ্ধ করবে এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও বাড়াবে। 

উদ্বোধনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ইয়াও ওয়েন। এসময় চীনা দূতাবাসের দলকে বিভিন্ন পরামর্শ দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন তিনি।  

এরপর সকাল ১০টায়  প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চীনা দূতাবাসের দল ও জেড টি ই করপোরেশনের দল মুখোমুখি হয়। পরবর্তীতে চায়না পাওয়ার ও হুয়াওয়ের দল মুখোমুখি হয়।  

এবারের আয়োজনে সিআরইসি, সেপকো থ্রি, পাওয়ার চায়না, সিএসসিইসিসহ আটটি চীনা প্রতিষ্ঠানের ফুটবল দল অংশ গ্রহণ করছে। 

২০২৩ সালে প্রথমবার আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ১৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত ।

রাইয়ান/নাহার/শান্তা

ছবি: সিএমজি বাংলা