চীন সফরে আসছেন জার্মান চ্যান্সেলর
2024-04-12 17:46:45

এপ্রিল ১২: জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে জার্মান চ্যান্সেলর দেখা করবেন এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময় করবেন।

মুখপাত্র মাও বলেন, অর্ধ শতাব্দীরও বেশি আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, চীন-জার্মান সম্পর্ক উচ্চ পর্যায়ের উন্নয়নের ধারা বজায় রেখেছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ উচ্চ-পর্যায়ের আদান-প্রদান এবং বাস্তব সহযোগিতা অব্যাহত রয়েছে। চীন সবসময় জার্মানিকে সহযোগিতামূলক ও কল্যাণকর গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করে এবং ইউরোপ ও বিশ্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে জার্মানিকে সমর্থনও করে। দু’দেশ একে অপরের উন্নয়ন থেকে উপকৃত হয়েছে এবং দু’দেশের সুসম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রেখেছে।

মাও আরও বলেন, চলতি বছর চীন ও জার্মানির মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী। জার্মানির সাথে, এবারের সফরের সুযোগ কাজে লাগিয়ে, পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, এবং দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করতে চীন আগ্রহী।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)