চীনে আরও ২৫০ কোটি ইউরো বিনিয়োগ করবে ভক্সওয়াগন
2024-04-12 18:16:49


এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের আনহুই প্রদেশের হফেইতে নিজেদের উদ্ভাবন কেন্দ্রের সম্প্রসারণে নতুন করে ২৫০ কোটি ইউরো (প্রায় ২৬৮ কোটি ডলার) বিনিয়োগ করবে ভক্সওয়াগেন গ্রুপ। বৃহস্পতিবার ভক্সওয়াগন জানায় চীনে এটি নিজেদের ব্র্যান্ডের গাড়ির উদ্ভাবনী গতি বাড়াতে এ বিনিয়োগ করবে।


ভক্সওয়াগন-ব্র্যান্ডের বিদ্যুৎচালিত দুটি স্মার্ট গাড়ির উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করতেই ব্যবহৃত হবে এ বিনিয়োগ। ওই দুটি ব্র্যান্ডের গাড়ির নির্মাণে ভক্সওয়াগনের সঙ্গে যৌথভাবে কাজ করছে চীনা নির্মাতা সিয়াওফেং।


ভক্সওয়াগন গ্রুপ চায়নার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রালফ ব্র্যান্ডস্ট্যাটার বলেছেন, হফেই সিটিতে প্রতিষ্ঠিত এ উদ্ভাবনী হাবের কারণে ভবিষ্যতে নতুন প্রযুক্তি বাজারে আসবে আরও দ্রুত। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে, ভক্সওয়াগন চীনের বাজারে ৩০টিরও বেশি বৈদ্যুতিক গাড়ির মডেল নিয়ে আসবে। আর চীনের সিয়াওফেংয়ের সহযোগিতায় প্রথম মডেলটি নির্মাণ শুরু হবে ২০২৬ সালে।


হফেইয়ে নির্মিত হাবটি জার্মানির বাইরে ভক্সওয়াগনের বৃহত্তম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিনহুয়া