অনলাইনে এসেছে চীনের জাতীয় সুপারকম্পিউটার নেটওয়ার্ক
2024-04-12 18:17:41

এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: বিভিন্ন শিল্পখাতে কম্পিউটিং সক্ষমতা বাড়াতে চীনের জাতীয় সুপারকম্পিউটার নেটওয়ার্ককে অনলাইনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর চীনের থিয়ানচিন শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম নেটওয়ার্কটিকে অনলাইনে নেওয়া হয়। 

গতবছরের এপ্রিল থেকেই চীন তার জাতীয় সুপারকম্পিউটিং নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছিল। এর আগে সুপারকম্পিউটার বলতে পৃথক কিছু বড় কম্পিউটার সেন্টারকেই বোঝাত। 

নতুন এ সিস্টেমে কম্পিউটিং পাওয়ার ডিসপ্যাচিং নেটওয়ার্ক, ডাটা ট্রান্সমিশন নেটওয়ার্ক এবং ইকোলজিক্যাল কোঅপারেশন নেটওয়ার্ককে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হয়েছে। এতে করে সফটওয়্যার ডেভেলপার, ডেটা ব্যবসায়ী এবং মডেল পরিষেবাসহ শিল্প চেইনের ব্যবসায়ীদের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগের সুবিধা চালু হবে।

এখন চীনজুড়ে ১৭০টি সুপারকম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জাতীয় নেটওয়ার্কে যুক্ত হয়ে তিন হাজার দুইশ ধরনের কম্পিউটিং সেবার প্রস্তাব দিচ্ছে। এর মধ্যে আছে এআই প্রশিক্ষণ, শিল্পকারখানার পণ্যের সিম্যুলেশন, এবং নানা ধরনের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক গবেষণা।

ফয়সল/শান্তা